অভিবাসী বা কর্মজীবী হিসেবে বিদেশ যাওয়ার আগে প্রায় সব দেশের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। প্রতিটি দেশের ঢাকায় নির্দিষ্ট কিছু সেবামূলক প্রতিষ্ঠান বা মেডিকেল সেন্টার রয়েছে যেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হয়। স্বাস্থ্য পরীক্ষা যেমন বাধ্যতামূলক তেমনি এ নিয়ে ভয়ের তেমন কিছু নেই। কারণ জটিল রোগ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কেউ বাদ পড়ে না। আর যাদের জটিল রোগ তারা খুব কমই বিদেশ যেতে যায়। তাই এ স্বাস্থ্য পরীক্ষা কিছুটা রুটিন চেকআপের মতো। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তা না করাই ভালো।
বেশিরভাগ দেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভিসা দেওয়া হয়। তবে কিছু কিছু দেশের জন্য ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।
যেসব শারীরিক পরীক্ষা করা হয়: মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (এইচএসবিএসজি, হেপাটাইটিস – এ ও বি), ভিডিআরএল (যৌনরোগ/সংক্রমণ পরীক্ষা), এইচআইভি (এইডস-এর পরীক্ষা), টিউবারকিউলোসিস (যক্ষার পরীক্ষা), ম্যালেরিয়া, লেপ্রোসি, মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি।
যেসব রোগ থাকলে ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে: এইচআইভি (এইডস), খুব বেশি চর্মরোগ তবে হালকা হলে সমস্যা নেই, কারণ কমবেশি সবারই চর্মরোগ থাকে, জন্ডিস, হার্টের বড় কোনো সমস্যা এবং
গুরুতর শ্বাসকষ্ট।
Recent Comments