বিদেশ যাওয়ার আগে যে পাঁচটি বিষয় বাধ্যতামূলক

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আপনিও যদি বিদেশে গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর চিন্তা করে থাকেন, সেটি অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার বিদেশ যাওয়া নিরাপদ হয় সেজন্য কিছু বিষয় ভালোভাবে যেনে যেতে হবে। বিদেশ যাওয়ার আগে পাঁচটি কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। এই কাজগুলো করার জন্য বিএমইটি বা বৈধ যেকোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে করিয়ে নিতে পারেন। সরকারি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রায় এক হাজারের বেশি রিক্রুটিং এজেন্সি আছে, যাদের প্রত্যেকের একটি করে লাইসেন্স নম্বর আছে। বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টেরও (www.bhrdbd.com) বৈধ লাইসেন্স রয়েছে, তাই আপনি আমাদের প্রতিষ্ঠানেরও সেবা নিতে পারেন। তবে কোনোভাবে দালালের কাছে যাবেন না তাহলে প্রতারিত হবেন।

বাধ্যতামূলক পাঁচটি কাজ:

পাসপোর্ট : বিদেশ যাওয়ার আগে সবার আগে প্রয়োজন পাসপোর্ট। কারণ বিদেশে আপনার পরিচয় বহন করবে এই পাসপোর্ট। তাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে একটি পাসপোর্ট করিয়ে নিতে। নিজ জেলা থেকেও এখন পাসপোর্টের আবেদন করা যায়। অনলাইনেও খুব সহজে পাসপোর্টের আবেদন করা যায়। ৩৫০০ টাকার বিনিময়ে এখন ২৮ দিনেই পাসপোর্ট হাতে আসে। পাসপোর্টের কোনো বিষয় না বুঝলে বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমন্টের সহায়তা নিতে পারেন। ফেসবুক পেইজেও ( (https://www.facebook.com/bhrd2017/) যোগাযোগ করে সহায়তা পেতে পারেন। , its a must to visit this site Click here loansgreen.

ভিসা এবং ওয়ার্ক পারমিট: যে দেশে যেতে চান সেই দেশের সরকারের অনুমতিপত্রকে ভিসা বলা হয়। পাসপোর্টের একটি পৃষ্ঠায় ভিসা দেওয়া হয়। চাকরির জন্য দেয়া ভিসায় সেই দেশে কাজ করার অনুমতি দেয়া থাকে। একে ওয়ার্ক পারমিট বলে। ভিসা ও ওয়ার্ক পারমিটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। চাকরির জন্য বিদেশ যেতে চাইলে প্রথমেই নিশ্চিত হতে হবে ভিসায় কাজ করার অনুমতি আছে কি না? এ বিষয়ে সহায়তার জন্য বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট এর ওয়েবসাইট (www.bhrdbd.com) অথবা টেলিফোন নম্বরে (+880-2-9892868) অথবা সরাসরি লুৎফন হোমস, হাউজ-১১, রোড নম্বর-১৭, বনানী, ঢাকা এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন।

বিমানের টিকিট: বিদেশ যাওয়ার জন্য বিমানের টিকিট আগে থেকেই কাটতে হয়। বিভিন্ন এয়ারলাইন্সে আপনি বিদেশ যেতে পারেন। আপনার সুবিধামতো যেকোনো এয়ারলাইন্সের টিকিট কেটে নিতে পারেন। টিকিট কাটার বিষয়েও বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমন্টের সহায়তা করে থাকে।

স্বাস্থ্য পরীক্ষা: অভিবাসী বা কর্মজীবী হিসেবে বিদেশ যাওয়ার আগে প্রায় সব দেশের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। প্রতিটি দেশের ঢাকায় নির্দিষ্ট কিছু সেবামূলক প্রতিষ্ঠান বা মেডিকেল সেন্টার রয়েছে যেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হয়। স্বাস্থ্য পরীক্ষা যেমন বাধ্যতামূলক তেমনি এ নিয়ে ভয়ের তেমন কিছু নেই। কারণ জটিল রোগ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কেউ বাদ পড়ে না। আর যাদের জটিল রোগ তারা খুব কমই বিদেশ যেতে যায়। তাই এ স্বাস্থ্য পরীক্ষা কিছুটা রুটিন চেকআপের মতো। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তা না করাই ভালো।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র : চাকরির জন্য বিদেশ যেতে হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিতে হয়। এই ছাড়পত্রের মাধ্যমে বাংলাদেশ সরকার রাষ্ট্রের পক্ষ থেকে একজন অভিবাসীর দায়ভার গ্রহণ করে।

Comments are closed.
Recent Comments
    About

    BHRD is one of the major manpower agencies in Bangladesh. It was established under the Labor Ministry, the government regulatory body for the recruitment agencies. We provide the best opportunities that drive your career forward.