বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ নেবেন কোথায়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে, বর্তমানে বাংলাদেশের এক কোটিও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। এছাড়া চাকরি নিয়ে প্রতিদিন বাংলাদেশিরা যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে।

বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় ক্ষেত্র হলো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, সিরিয়া, মিসর, বাহরাইন, লিবিয়া ও জর্দান। বিদেশে কাজ করতে যাওয়ার আগে প্রশিক্ষণ ও কিছু প্রয়োজনীয় তথ্য জেনে গেলে হয়রানির শিকার হতে হয় না। নিজে যেমন ভালো থাকা যায় তেমনি ভালো থাকে পরিবার।

বিদেশ গমেনেচ্ছুদের পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়। বাংলাদেশ থেকে বেশির ভাগই অদক্ষ শ্রমিক বিদেশ যায়। তাই তারা বেতনও কম পায়।

কিন্তু একটু প্রশিক্ষণ নিয়ে এবং দক্ষ হলে বিদেশ গেলে বেতনও অনেক বেড়ে যাবে। বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ নেওয়া যায়। আপনি কোন কাজে নিজেকে যোগ্য মনে করেন। সেটার ওপরই প্রশিক্ষণ নিতে পারেন।

বিদেশে যাওয়ার আগে ভাবতে হবে, কোন কাজে আপনার দক্ষতা বেশি। কোন কাজে নিজেকে যোগ্য মনে করেন। এরপর খোঁজ নিন কোন দেশে আপনার কর্মসংস্থানের সুযোগ বেশি, সেই দেশ এখন কর্মী নিচ্ছে কিনা। ঢাকার ১৩০ নিউ ইস্কাটন রোডের বায়রা ভবন, জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল (৭১-৭২ এলিফ্যান্ট রোড) ও দৈনিক পত্রিকাগুলোর মাধ্যমে বিদেশে নিয়োগের খবরাখবর জানা যাবে। এছাড়া বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট এর ওয়েবসাইট (www.bhrdbd.com) অথবা টেলিফোন নম্বরে (+880-2-9892868) অথবা সরাসরি লুৎফন হোমস, হাউজ-১১, রোড নম্বর-১৭, বনানী, ঢাকা এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন।

বিদেশগামীদের প্রশিক্ষণ দিতে দেশের বিভিন্ন জেলায় সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রয়েছে। সেখানে নানান ধরনের কাজের প্রশিক্ষণ নেওয়া যায়। এছাড়া বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টও চাহিদা অনুয়ায়ী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের জন্য এই নম্বরে (+880-2-9892868) যোগােযোগ করতে পারেন।

বিদেশ যাওয়ার আগে কোম্পানির শর্তাবলিসংক্রান্ত সবকিছু ভালোভাবে বুঝে নিন। চুক্তির শর্তে বেতন-ভাতা, বাসস্থান, আহার-ছুটি, চিকিৎসাসহ কোম্পানির সব সুযোগ-সুবধা ও শর্তের কথা উল্লেখ থাকে। চুক্তি ছাড়াও আপনার ওয়ার্ক পারমিটটি ভালো করে দেখুন। এসব বিষয় নিজে না বুঝলে অভিজ্ঞ কারো সহায়তা নিন অথবা বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টের এক্সপার্টদের সহায়তা নিতে পারেন। যে কোনো ধরনের সহায়তার জন্য আমাদের ফেসবুক পেজেও (https://www.facebook.com/bhrd2017/) যোগাযোগ করতে পারেন।

Comments are closed.
Recent Comments
    About

    BHRD is one of the major manpower agencies in Bangladesh. It was established under the Labor Ministry, the government regulatory body for the recruitment agencies. We provide the best opportunities that drive your career forward.